সকল মেনু

১২ শিক্ষকের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একযোগে পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : শিক্ষকদের সাথে অসৌজন্য আচরন, সেচ্ছাচারিতা, পদোন্নতী না দেয়া, শিক্ষা ছুটি প্রদানে জটিলতা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক শনিবার দুপুরে উপাচার্যের কাছে তাদের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। এর আগে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের নেতৃবৃন্দ তাদের পদত্যাগ পত্র নিয়ে উপাচার্য অধ্যাপক ড. নুর উন নবীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন এবং পদত্যাগ পেশ করেন। সেই সঙ্গে তারা ঘোষনা করেন ‘এই উপাচার্যের অধিনে তারা প্রশাসনিক পদে দায়িত্ব পালন করবেন না।’ শিক্ষকদের  অভিযোগ,  বিভিন্ন সময় শিক্ষকদের সাথে উপাচার্যের মর্যাদা হানিকর আচরনে শিক্ষকরা চরমভাবে বিব্রত বোধ করছেন। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে শিক্ষকদের মতামত উপেক্ষা করে এককভাবে নিজেই সব সিদ্ধান্ত গ্রহন করছেন উপাচার্য। শিক্ষক সমিতি ও তাদের সংগঠনকে পাশ কাটিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করে চলেছেন তিনি । সর্বপোরি শিক্ষকদের পদোন্নতী প্রদানসহ নানা বিষয়ে জটিলতা সৃষ্টি করায় শিক্ষকদের পক্ষে আর কোন প্রশাসনিক দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন তারা । তবে উপাচার্য এসব অভিযোগ অস্বীকার করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top