সকল মেনু

ফরিদপুরে দুদকের মামলায় ইন্স্যুরেন্স কর্মকর্তার জেল

 শেখ মনির হোসেন,ফরিদপুর, ১৯ মে:  ফরিদপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মামলায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর জাহিদুল ইসলাম নামের সাবেক এক কর্মকর্তার ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার ফরিদপুর বিশেষ জজ আদালতের বিচারক একেএম জহিরুল ইসলাম এ আদেশ দেন। জানা গেছে, জাহিদুল ইসলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর সহকারী ম্যানেজার হিসেবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কর্মরত থাকা অবস্থায় ৭৬ লক্ষ ২৬ হাজার ৮ শত ৩৭ টাকা আত্বসাত করেন। এ ব্যপারে তার বিরুদ্ধে ২০১১ সালের ১ মার্চ ভাঙ্গা থানায় মামলা করে দুদক। মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষ্য গ্রহন শেষে সোমবার জাহিদুলকে আদলত ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। আসামী জাহিদুল ইসলাম পলাতক রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top