সকল মেনু

পাহাড়ধসে শিশুসহ চা শ্রমিক পরিবারের তিনজন নিহত

 মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় স্কয়ার গ্রুপের মালিকানাধীন সাহবাজপুর চা বাগানে শুক্রবার গভীর রাতে পাহাড়ধসে শিশুসহ চা শ্রমিক পরিবারের তিনজন নিহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস মাটিচাপা থেকে তাদের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন : বাগানের চা শ্রমিক রাজেশ বাউরি (৩৫), তার স্ত্রী মনজুরী বাউরি (২৭) ও এক বছরের শিশুকন্যা সীমা বাউরি।পুলিশ ও বাগান সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে শনিবার ভোর রাতে সাহবাজপুর চা বাগানে মন্দিরের নিকট পুঞ্জিটিলা এলাকায় পাহাড় ঘেষে বসবাসকারী চা শ্রমিক রাজেশ বাউরির ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। ঘটনাস্থলে চা শ্রমিক রাজেশ বাউরিসহ তার পরিবারের তিন সদস্য মাটিচাপা পড়েন। সংবাদ পেয়ে শনিবার সকাল পৌনে ৯টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মাটি সরিয়ে রাজেশ বাউরিসহ তাদের তিনজনের লাশ উদ্ধার করে।বড়লেখা ফায়ার ব্রিগেড স্টেশন ম্যানেজার আজিজুল হক জানান, বাগানের খামখেয়ালিপনার কারণে পাহাড় ঘেষে চা শ্রমিকদের বসবাসের ঘর থাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। শাহবাজপুর চা বাগানের জেনারেল ম্যানেজার আলী আহমেদ জানান, নিহতের পরিবারের আত্মীয় স্বজনকে বাগান কর্তৃপক্ষ আর্থিক পুনর্বাসনের ব্যবস্থা করবে। ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে- সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। চা শ্রমিকদের বিরোধ নিরসনের লক্ষ্যে মৌলভীবাজার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিকেল ৫টায় চা শ্রমিকদের সাথে মতবিনিময় শেষে  শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, পাহাড় ধসে চা শ্রমিক পরিবারের ৩ জনের মৃত্যু দু:খজনক । চা শ্রমিকদের নিরাপদ বাসস্থান সহ অন্যান্য দাবী নিয়ে বাগান মালিকদের সাথে আগামীকাল বৈঠক করে নিহত পরিবারের জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহন করা হবে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ(তদন্ত) আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top