সকল মেনু

কপোতাক্ষ নদ ও বেতনা নদী খননের দাবিতে মানববন্ধন

হটনিউজ ডেস্ক,ঢাকা: মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদ ও বেতনা নদীর চলমান প্রকল্পের কাজের দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনার বিরুদ্ধে, উজানে মাথাভাঙ্গা-পদ্মার সাথে সংযোগ দিয়ে এবং বর্ষা মৌসুমের পূর্বেই কপোতাক্ষ ও বেতনা নদী সংস্কারের দাবিতে কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আজ ১০ মে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সংগঠনের আহ্বায়ক অনিল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, সাতক্ষীরা জেলা সমন্বয়ক এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি, তেল-গ্যাস বিদ্যুৎ বন্দর জাতীয় রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহিদুল্লাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, সাবেক ডিজি নদী গবেষণা সংস্থা প্রকৌশলী ম. এনামুল হক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান, বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির সুভ্রাংশ চক্রবর্তী, পানি ও সমুদ্র গবেষক নুর মোহাম্মদ, আহ্বায়ক বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের মিহির বিশ্বাস, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, হাফিজুর রহমান দুলু প্রমুখ। এছাড়া সংহতি প্রকাশ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় কৃষক সমিতি, কপোতাক্ষ অববাহিকা, বাংলাদেশ আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, জাতীয় শ্রমিক ফেডারেশন, নারী মুক্তি সংসদ, বাংলাদেশ যুব মৈত্রী, বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ছাত্র সংহতি, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকাস্থ সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি, মনিরামপুর প্রবাসী সমিতি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top