সকল মেনু

বিএনপি নেতা গয়েশ্বর ও আমান কারাগারে,মির্জা আব্বাস জামিনে

 আদালত প্রতিবেদক: রাজধানীর রামপুরা এলাকার এক শিবির নেতা নিহত হওয়ার মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া অসুস্থতার কাগজপত্র আদালতের কছে উপস্থাপন করায় মির্জা আব্বাসকে জামিনে মুক্তির আদেশ দেওয়া হয়েছে। ঢাক মহানগর হাকিম হারুন অর রশীদ এই আদেশ দেন। এরআগে  এই মামলায় উচ্চ আদালতের দেয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল তারা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। মামলার নথি সুত্রে জানা গেছে, ২০১৩ সালে ২৯ ডিসেম্বর ১৮ দলের ডাকা রোডমার্চ ফর ডেমোক্রেসির সহিংসতায় মানছুর প্রধানিয়া নামে এক শিবির কর্মী নিহত হলে বিএনপির এ তিন নেতাসহ অন্যান্যদের আসামি করে রাজধানীর রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বাদী হয়ে এ হত্যা মামলাটি দায়ের করেন। পরে গত ৯ মার্চ উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন পেয়েছিলেন এ তিন নেতা। গতকাল জামিনের মেয়াদ শেষে উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক তারা ঢাকার সিএমএম আদালতে জামিনের জন্য আত্মসমর্পণ করেছিলেন। শুনানি শেষে আদালত মির্জা আব্বাসকে ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন দিলেও অপর দুজনের জামিন আবেদন নাকচ জরে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে জামিন নাকচ হওয়া ওই দুই নেতার জামিনের জন্য ওই বিচারকের নিকট একটি পুনর্বিবেচনার আবেদন করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। বিচারক সেই আবেদনটিও নাকচ করে দিয়ে তার পূর্বাদেশ বহাল রাখেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top