সকল মেনু

পুরুষের পাশাপাশি নারীর ক্ষমতায়ন হবে মূল হাতিয়ার- রেলমন্ত্রী

 এস এন ইউসুফ,ঢাকা: এখন সময় বদলে গেছে, নারীরা আব্র“র সাথে। সম্মানের সাথে দেশের কাজে অংশ নিতে শিখছে, দেশ গঠনে আজ নারীর মর্যাদা পুরুষের চেয়ে কোন অংশে কম নয়। চৌদ্দগ্রাম উপজেলা মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ নববর্ষের শুভেচ্ছা জানাতে এলে তাদের সাথে মত বিনিময় কালে এমনই আশাবাদ ব্যক্ত করলেন মাননীয় রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি।  তিনি আরও বলেন, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদে নারী প্রতিনিধিত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোাপযোগী অনন্য সিদ্ধান্ত, তারই ধারাবাহিকতায় সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যে যে টার্গেট গুলি আমরা ইতিমধ্যে পুরন করেছি তা অনেকাংশে নারীদের সক্রিয় অংশ গ্রহনের মাধ্যমেই সম্ভব হয়েছে। নারীদের আরো দক্ষ, যোগ্য ও শিক্ষিত ভাবে গড়ে ওঠতে সরকারের নেয়া সকল কর্মসূচীতে অংশ নিতে ও তৃনমূলে উন্নয়ন কর্মকান্ডের সকল তথ্য পৌছে দিতে তিনি উপস্থিত নারী নেতৃবৃন্দকে আহবান জানান। পরিশেষে নারী নেতৃবৃন্দ মাননীয় রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক মুজিব ও চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ থেকে পুনরায় নির্বাচিত ভাইসচেয়ারম্যান রাশেদা আখতারকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন এবং তাদের হাতে নববর্ষের উপহার সামগ্রী তুলে দেন। নারী নেতৃবৃন্দের সাথে উপজেলার সকল ইউপি মহিলা সদস্যগনসহ আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামছুদ্দিন আহম্মেদ চৌধুরী সেলিম ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ-জালাল মজুমদারসহ আরো অনেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top