সকল মেনু

স্বাধীনতা বিরোধীরা এখনো বাংলা ঐতিহ্যকে ধ্বংস করে দিতে চায়- রেলমন্ত্রী

 এস এন ইউসুফ,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: বাংলাদেশ সরকারের রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এম.পি বলেছেন, স্বাধীনতা বিরোধীরা বিরোধীরা এখনো বাংলার ঐতিহ্যকে ধ্বংস করেদিতে চায়। এরা এখনো বাঙ্গালীর প্রাণের উৎসব গুলোকে বিশ্বাস করে না। তারা এদেশের সংস্কৃতিকে ধ্বংস করে দিয়েছে এরা দেশের শত্রু জাতির শত্রু। এদের সকল ষড়যন্ত্র দেশের মানুষ বুঝে ফেলেছে তাই তারা এখন আর জনগনের প্রতিনিধি হিসেবে নেই। জনগণ থেকে তারা বিচ্ছুত এরা এখন পর্দার অন্তরালে। এরা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। মন্ত্রী ১৫ এপ্রিল কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান মিলনায়তনে বাংলা নববর্ষ ও আমাদের সংস্কৃতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা কোনদিন পিছু হটে না। বর্তমান সরকারের আমলে এদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে তা কোন কুচক্রী মহল বাঁধাগ্রস্থ করতে পারবে না। বঙ্গবন্ধুর আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ওই আদর্শকে অনুসরণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। স্বাধীনতা সংসদ এর চেয়াম্যান মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেব উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য হাজী মোঃ সেলিম, বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, অগ্রণী ব্যাংক লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস্-উল ইসলাম, এটিএন বাংলার উপদেষ্টা (প্রশাসন) মীর মোঃ মোতাহার হাসান, নাট্য নির্মাতা বীর মুক্তিযোদ্ধা মঞ্জুশ্রী বিশ্বাস, হামদর্দ ল্যাবরেটরীজ(ওয়াকফ্) বাংলাদেশ এর পরিচালক(বিক্রয়)হাকিম সাইফুদ্দীন মরাদ ভূঁইয়া, রবীন্দ্র সংগীত শিল্পী নিগার সুলতানা রানী প্রমূখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top