সকল মেনু

রাত পোহালেই বর্ষবরণের আনন্দে মেতে উঠবে ভোলাবাসী

 এম. শরীফ হোসাইন, ভোলা: রাত পোহালেই পহেলা বৈশাখ। তাই বাংলা নববর্ষ বরণে ভোলায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাঙ্গালীর চিরায়ত এ উৎসবকে বরণ করতে ইতিমধ্যে শহরের বাংলা স্কুল মাঠে মেয়র বৈশাখী উৎসব ও রঙ্গীলা বৈশাখ পালনে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিশেষ করে মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে চলছে নানা আয়োজন। এছাড়াও থাকছে দেশ বরেন্য কন্ঠ শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান। মঙ্গল শোভাযাত্রার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজক থাকছেন ভোলার পৌর মেয়র মোঃ মনিরুজ্জামান মনির। অন্যদিকে ২রা বৈশাখ থেকে থাকছে ৩ দিনের বৈশাখী মেলা। মেলার আয়োজন করছে রঙ্গীলা বৈশাখ উদযাপন পরিষদ। এছাড়াও বৈশাখের প্রথম প্রহরে জেলা প্রশাসনের আয়োজনে শহরের অফিসার্স ক্লাব টেনিস গ্রাউন্ডে থাকছে বৈশাখী গান, নৃত্য। সব মিলিয়ে শহরে সাজ সাজ পরিবেশ বিরাজ করছে। চলছে পেন্ডেল ও স্টল তৈরীর কাজ।এদিকে চারু শিল্পী থেকে শুরু করে সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা দিন-রাত ব্যস্ত মুখোশ, হাতপাখা, বাঁশি, পালকি, কলসসহ নানা আকর্ষণীয় জিনিসপত্র তৈরীতে। মঙ্গল শোভাযাত্রায় থাকছে গরু, লাঙ্গল, সুপারি বাগান, পানের বরজ, জেলে ও ঝাই জাল, পলপা, নৌকা, ভাড় কাঁধে রস বিক্রেতা, লাঠি খেলা, বর-বধূ, হাতি, ঘোড়ার গাড়ী, ঢেকি, বাউল, পর্দায় ঘেরা রিকসাসহ বাঙালীর চিরায়ত নানা আয়োজন। এ সব আয়োজন প্রায় শেষ। রাত পোহালেই বর্ষবরণের আনন্দে মেতে উঠবে ভোলাবাসী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top