সকল মেনু

ইমরানকে গণজাগরণ মঞ্চের মুখপাত্রের দায়িত্ব থেকে অব্যাহতি

ঢাকা, ১২ এপ্রিল (হটনিউজ২৪বিডি.কম) : বিতর্কিত ভূমিকার কারণে ইমরান এইচ সরকারকে গণজাগরণ মঞ্চের মুখপাত্রের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে সংবাদ সম্মেলনে গণজাগরণ মঞ্চের একাংশের নেতা কামাল পাশা চৌধুরী এ কথা জানান। গণজাগরণ মঞ্চের কর্মী ও সংগঠকবৃন্দের ব্যানারে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, এখন থেকে ডা. ইমরান এইচ সরকারের কোনো কথা বিবৃতি ও বক্তব্য গণজাগরণ মঞ্চের বক্তব্য হিসেবে বিবেচিত হবে না। অচিরেই গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে ৫ সদস্য বিশিষ্ট একটি মুখপাত্র প্যানেল গঠন করা হবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- গণজাগরণ মঞ্চের সংগঠক এফ এম শাহিন, আবির ঘোষ, হাবিবুল্লাহ মেসবাহ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top