সকল মেনু

রাবিতে ছাত্রলীগের ধর্মঘট স্থগিত

রাজশাহী, ৮ এপ্রিল (হটনিউজ২৪বিডি.কম) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের ধর্মঘট স্থগিত করা হয়েছে। ছাত্রলীগ বলেছে, শর্ত সাপেক্ষে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত ধর্মঘট স্থগিত থাকবে।

মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় ছাত্রলীগ।

সংবাদ সম্মেলনে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন বলেন, বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার কথা বিবেচনা করে শিক্ষার্থীদের স্বার্থে ধর্মঘট আগামী ২৯ এপ্রিল পর্যন্ত প্রত্যাহার করা হলো। এর মধ্যে রাবি ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম ইমনকে গ্রেফতারসহ ছয় দফা দাবি আদায় না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ছয় দফা দাবি হলো : ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ও তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। ছাত্রলীগ কর্মী ফারুকসহ বিভিন্ন সময় ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলাকারী সন্ত্রাসী ছাত্রশিবির ক্যাডারদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরসহ সব মৌলবাদী সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয় সব ছাত্রছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অবিলম্বে রাকসু ও অন্যান্য বিভাগীয় সমিতির নির্বাচনের মাধ্যমে ছাত্রছাত্রীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

গত ৫ এপ্রিল বিকেলে সংবাদ সম্মেলন করে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিল ছাত্রলীগ। মঙ্গলবার চতুর্থ দিনের মতো ধর্মঘট পালন করা হয়।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে নিজ কক্ষে গুলি করে হত্যা করা হয় ছাত্রলীগ নেতা রুস্তমকে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ছাত্রশিবির ক্যাডাররা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ ছাত্রলীগের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top