সকল মেনু

শিরোপাজয়ী দুই অধিনায়ক একসঙ্গে

ক্রীড়া ডেস্ক, ৭ এপ্রিল (হটনিউজ২৪বিডি.কম) : রূপসী বাংলা হোটেলের লবিতে ট্রফি হাতে দুই শিরোপাজয়ী অধিনায়ক। উদ্দেশ্য, হোটেলের বাইরে ফটোসেশনে অংশ নেওয়া।

প্রথমে হোটেলের বাইরে দাঁড়িয়ে পরে ট্রফি হাতে রিকশায় বসে ফটোসেশন অংশ নেন অস্ট্রেলিয়া মহিলা দলের অধিনায়ক মেগ ল্যানিং ও শ্রীলঙ্কার অধিনায়ক লাসিথ মালিঙ্গা।

একদিকে অস্ট্রেলিয়ার মেয়েদের হ্যাটট্রিক শিরোপা অন্যদিকে শ্রীলঙ্কার প্রথম। দুই দলের মিশ্র অনুভূতি।

অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ লেনিং ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা নেতৃত্ব দিয়ে নিজ নিজ দলকে এনে দিয়েছেন শিরোপা। মেগ লেনিং অনন্য এক ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার হয়ে।

অস্ট্রেলিয়ার মেয়েরা ২০১০ সালে প্রথম শিরোপা জয় করে। এরপর ২০১২ সালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলে তারা। দুই বছর পর ২০১৪ সালেও চেনা প্রতিপক্ষ ইংল্যান্ডকে হারিয়ে তারা হ্যাটট্রিক শিরোপা জেতে।

লেনিং একমাত্র মেয়ে ক্রিকেটার হয়ে বিশ্বকাপে শতক হাঁকিয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ১২৬ রান করেন লেনিং।

অন্যদিকে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার অধিনায়ক হওয়াটা বেশ অলৌকিক। নিয়মিত অধিনায়ক দিনেশ চান্দিমাল অফ ফর্মে থাকায় সেমিফাইনাল থেকে নিজেকে সরিয়ে নেন। এরপর অধিনায়কের দায়িত্ব পান মালিঙ্গা। আর দায়িত্ব নিয়ে শ্রীলঙ্কার ১৮ বছরের আক্ষেপ ঘুচিয়ে দেন তিনি। এবারের বিশ্বকাপে ৫ উইকেট নিয়েছেন মালিঙ্গা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top