সকল মেনু

উদ্বৃত্ত গণকর্মচারী আত্তীকরণ আইন চূড়ান্ত অনুমোদন

ঢাকা, ৭ এপ্রিল (হটনিউজ২৪বিডি.কম) : উদ্বৃত্ত গণকর্মচারী আত্তীকরণ আইন ২০১৪ চূড়ান্ত অনুমোদন পেল।

সোমবার সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমস্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনটি অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, প্রশাসনিক পুর্ননিবন্যাস, প্রতিষ্ঠান বিলুপ্ত অথবা কোনো পদের আবশ্যকতা না থাকলে ওই পদ উদ্বৃত্ত ঘোষিত হয়। উদ্বৃত্তদের চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত হয়। তাদের যোগ্যতা বিবেচনা করে জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন পদে পোস্টিং দিয়ে থাকে।

তিনি আরো বলেন, গত ৪ মার্চ মিয়ানমারে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

এছাড়া গত ১৯-২০ ফেব্রুয়ারি রোমে অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর গভর্নিং কাউন্সিলের ৩৭তম সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কেও মন্ত্রিসভাকে অবহিত করা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top