সকল মেনু

ফরিদগঞ্জে সোয়া তিন শতাংশ জমির জন্যে প্রাণ গেলো মুক্তিযোদ্ধার!

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জের মধ্যম চাঁদপুর গ্রামের মনোহরখান বাড়িতে সোয়া তিন শতাংশ জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের আঘাতে প্রাণ গেল বড় ভাই মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের (৬২)। শুক্রবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত নূর খানের ছেলে মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সাবেক নৌ কমান্ড ছিলেন।লুৎফরের দ্বিতীয় ছেলে হাফিজুর রহমান জানান, আমার চাচা মাওলানা মোস্তাফিজুর রহমান এর সাথে চাঁদপুর শহরের ওয়ারলেছ বাজার এলাকায় পৈত্রিক সম্পত্তি সোয়া ৩ শতাংশ জমি নিয়ে আমার বাবার সাথে বিরোধ চলছিল। এ নিয়ে বাড়ির আঙ্গিনায় নামাজের আগে কথা কাটকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে চাচা পায়ের শো (জুতা) খুলে বাবার মাথায় সজোরে আঘাত করে। ঘটনাস্থলেই বাবা মাটিতে লুটিয়ে পড়ে। সেখান  থেকে বাবাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক শামিমা সুলতানা তাকে মৃত বলে জানান।চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম জানান, লাশ ময়নাতদন্তের জেন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। মুক্তিযোদ্ধা লুৎফর রহমান  ৪মেয়ে ও  ৪ছেলের জনক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top