সকল মেনু

হামলার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের মামলা

ঢাকা, ৪ এপ্রিল (হটনিউজ২৪বিডি.কম) : গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে।  আটজনকে আসামি করে বৃহস্পতিবার রাত সোয়া ২টায় শাহবাগ থানায় মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

মামলার আসামিরা হলেন : ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা শেখ আসমান, যুবলীগ কেন্দ্রীয় নেতা নাসিম রূপক ও তাদের সঙ্গী শাহীন, মেহেদী, মেসবাহ, আবির, বাবুল ও শিশির।  এবিষয়ে ডা. ইমরান এইচ সরকার বলেন, ‘আমরা প্রথমবার হামলার প্রতিবাদে আইনের আশ্রয় নিয়েছিলাম। এবারও আইনের আশ্রয় নিয়েছি। আশা করি শিগগিরই এর বিচার হবে।’  উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে আহত হন ৫ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top