সকল মেনু

ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসকের বিদেশ সফর

 সিরাজুল ইসলাম মল্লিক(ঝিনাইদহ): বিশ্বে উন্নতি নামের তিনটি দেশ সফর শেষে গত ৩০  মার্চ ফিরে এলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাষক এ্যাডঃ আহেদ আলী জোদ্দার । তিনি ফিরে এসে তিনটি উন্নত দেশের দর্শনের বর্ণনা দেন তিনি । ১৬ মার্চ সরকারী ভাবে তিনটি দেশ সফরে   টিম লিটার হিসেবে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জনাব শাহ কামালের নেতৃতে ঝিনাইদ জেলা পরিষদের প্রশাষক এ্যাডঃ আহেদ আলী জোদ্দার ৯ জন জেলা পবিষদের জেলা প্রশাষকসহ মাহমুব উদ্দিন জেলা পবিষদের প্রধান র্নিবাহী র্কমকতাসহ পৌরসভা দ্বায়িত্ব নিয়েজিত জয়েন্ট সেক্রেটারি মিঃ ডেবিটপল সহ এই মন্ত্রনলায়ের কর্মকতা বিন্দু এবং প্রধানমন্ত্রীর কার্যলায়ের  পরিচালক জনাবা ওয়াহিদা আক্তার এবং প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের কর্মকতা মিসেছ জাবরীন আক্তার সহ ১৯ জন গত ১৬ই মার্চ বিমান যোগে প্রথমে জাপান যায় সেখানে হিরো সিমা ও নাগা সিমা সহ দর্শনীও স্থায় পরিদর্শন করেন এবং দুই দিনের প্রশিক্ষনের আংশ গ্রহন করেন। জাপানে হিরো সিমা ও নাগা সিমা ১৯৪৫ সালে ৬ই সেপ্টেম্বর আনবিক বোমা বিষ্ফরিত স্থানে একটি দশ তলা ভবনে ধংশ অবশেষ এবং মিউজিয়াম পরিদর্শন কালে উপস্থিত জাপানিদের চোখে আজোরে পানি জোরতে দেখে জাপানিদের সততা শৃঙ্খলা ও কর্ম চানচুল চোখে পড়ার মত সড়ক পথে শৃঙ্খলা ভাবে ট্রাফিক সিংনাল মেনে চলার দেখে বাংলাদেশের সফররত সফর সঙ্গী সবাই মুগ্ধ জাপানীদের প্রত্যেকের একটি করে গাড়ি আছে। জাপানের শীত মৌসুমে প্রচুর তুর্সা পাত হয়। জাপানে ৬ দিন অবস্থানের পর দক্ষিন করিয়া শিউলে যায়। সেখানে র্দশনয়ীও স্থান প্রদর্শন শেষে চীন দেশে যান। চীনের ঐতিহ্য বাহী প্রাচীর পরিদর্শন করেন প্রাচীর পরিদর্শনে প্রাচীর সম্পর্কে জানতে পরেন মঙ্গলীদের আক্রমনের ভয়ে প্রাচীন র্নিমাণ করা হয় বলে জানা যায়। চীন উন্নয়নের মহা নায়ক মাওশেতুর পারলামেন্ট পরির্দশন আজও চীনা মুদ্রা টাকার গাঁয়ে মাওশেতুক ছবি আছে। চীনের শিক্ষা ব্যবস্থা অতি উন্নত যা গর্বের বিষয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top