সকল মেনু

খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা

ঢাকা, ৩১ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি দাবি করে ইতিহাস বিকৃতির অভিযোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।

সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মো. শামসুল আরেফিনের আদালতে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকীর পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট রওশন আরা শিকদার ডেইজি মামলাটি দায়ের করেন।

মামলার শুনানিতে বাদীপক্ষের জবানবন্দি গ্রহণ করা হয়। এ ব্যাপারে আদেশ পরে দেওয়া হবে।

গত ২৭ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির এক সভায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে দাবি করে বক্তব্য দেন খালেদা জিয়া।

এর ফলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের মানহানি হয়েছে বলে বাদী অভিযোগ করেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ লন্ডনে এক আলোচনা সভায় তারেক রহমান জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বলে উল্লেখ করেন। এর এক দিন পর খালেদা জিয়াও ছেলের বক্তব্যকে সমর্থন করে বক্তব্য দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top