সকল মেনু

৫ জানুয়ারি নির্বাচন নিয়ে বলার প্রয়োজন নেই : এরশাদ

ঢাকা, ৩০ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হোসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ৫ জানুয়ারি কি রকম নির্বাচন হয়েছে- তা বলার প্রয়োজন নেই। অবস্থা দেখে মনে হচ্ছে, এ সরকার ৫ বছর ক্ষমতায় থাকবে। সে কারণে আমিও আগামী ৫ বছর আমার এলাকার জনগণের সেবা করতে চাই।

রবিবার বিকালে রংপুর সদর উপজেলায় জাপা সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণাকালে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, জানি না, এটাই আমার জীবনের শেষ নির্বাচন কিনা। তবে যতদিন বেঁচে আছি- রংপুরের জনগণের সেবা করে মরতে চাই। জাতীয় পার্টির প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার মাধ্যমে আমার হাতকে আপনারা শক্তিশালী করবেন।

সদর উপজেলা জাপার সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরো বক্তব্য রাখেন- জেলা জাপার সভাপতি আবুল মাসুদ চৌধুরী নান্টু, মহানগর সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন কাদেরী প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top