সকল মেনু

ভিডিও গেমের প্রযুক্তি প্রতিষ্ঠান কিনছে ফেসবুক

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক, ২৮ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : মাত্র এক মাস আগেই এক হাজার ৯০০ কোটি মার্কিন ডলারে জনপ্রিয় মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কেনার পরে এবার ২০০ কোটি মার্কিন ডলারে ভিডিও গেমের ভার্চ্যুয়াল রিয়েলিটি হেডসেট নির্মাতা প্রতিষ্ঠান অকুলাস ভিআর কিনতে যাচ্ছে ফেসবুক।

ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। খবর ইয়াহু নিউজের।

ভার্চ্যুয়াল প্রযুক্তি সুবিধার হেডসেট তৈরিকারী প্রতিষ্ঠান অকুলাস ভিআর। ভার্চ্যুয়াল রিয়েলিটির প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করেছে প্রতিষ্ঠানটি। ভিডিও গেমস খেলোয়াড়রা অকুলাস ভিআর-এর তৈরি হেডসেট মাথায় পরে থ্রিডির ভার্চ্যুয়াল দুনিয়া উপভোগ করতে পারেন।

মার্ক জাকারবার্গ তার পোস্টে লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা ভার্চ্যুয়াল রিয়েলিটি প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে থাকা অকুলাস ভিআর প্রতিষ্ঠানটিকে অধিগ্রহণ করছি।’

ভিডিও গেমস নিয়ে বড় কোনো পরিকল্পনা থেকেই ফেসবুক এ খাতে বিনিয়োগে উদ্যোগী হয়েছে বলে ধারণা করছেন বাজার-বিশ্লেষকরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top