সকল মেনু

সুষম উন্নয়নে নারীর ক্ষমতায়ন প্রয়োজন : শিল্পমন্ত্রী

ঢাকা, ২৮ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : সুষম আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়ন প্রয়োজন। তাদেরকে কর্মীর হাতিয়ারে পরিণত করে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শুক্রবার লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আয়োজিত ১৮তম বার্ষিক জেলা সম্মেলন-২০১৪ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

রাজধানীর উত্তরা ক্লাবে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর জেলা-৩১৫ বি-৩ শাখা এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে মন্ত্রী বলেন, ‘নারী ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশে বিশ্ব সম্প্রদায়ের স্বীকৃতি অর্জনে সক্ষম হয়েছে। বাঙালির আজ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে।’ তিনি অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে সরকারের সহায়ক শক্তি হিসেবে স্বাবলম্বী জনগোষ্ঠিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দেন।

ক্লাবের ভারপ্রাপ্ত জেলা গভর্নর লায়ন সামছুল আলম খোকনের সভাপতিত্বে এফবিসিসিআই’র প্রেসিডেন্ট লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ, লায়ন ড. মোহাম্মদ ফারুক, লায়ন নাজমুল হক, ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান আজাদ, লায়ন এ.জেড.এম. সামছুল হুদা ও সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান লায়ন আমিনুল ইসলাম লিটন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top