সকল মেনু

উচ্চ কক্ষেও ক্রিমিয়া বিল পাস, পুতিনের স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক, ২১ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ক্রিমিয়াকে রাশিয়ার ফেডারেশন হিসেবে অর্ন্তভুক্ত করার বিল দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হওয়ার পর শুক্রবার উচ্চকক্ষেও পাশ হয়েছে। এরপরই পুতিন বিলটিতে স্বাক্ষর করেন। এরফলে বিলটি এখন আইনে পরিণত হলো।

শুক্রবার মস্কোর পার্লামেন্টের উচ্চকক্ষে বিলটি উত্থাপন হওয়ার সময় এর পক্ষে ১৫৫ জন সিনেটর উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার বিলটি একই সংসদের নিম্নকক্ষে ৪৪৫-১ ভোটে পাস হয়। তবে পুতিনের স্বাক্ষরকে ক্রিমিয়াকে রাশিয়ার ফেডারেল করে নেয়ার শেষ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

যদিও পশ্চিমা দেশগুলোর সঙ্গে এ নিয়ে রাশিয়ার ব্যাপক উত্তেজনা চলছে। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। জাতিসংঘেও উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top