সকল মেনু

লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার

লালমনিরহাট, ২১ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন বাবুলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক ফ্যাক্সবার্তায় এ আদেশ দেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে রোকন উদ্দিন বাবুল (মোটরসাইকেল) প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা জানান,দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সাংগঠনিক সম্পাদককে বহিষ্কারের একটি ফ্যাক্সবার্তা কেন্দ্র থেকে জেলা বিএনপি কার্যালয়ে এসেছে। বহিষ্কাররের ঘোষণা রোকন উদ্দিন বাবুলের কাছে ইতিমধ্যে পাঠানো হয়েছে। লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন বাবুল রাইজিংবিডি.কমকে জানান, আমি ব্ল্যাকমেইলের শিকার। জাতীয় পার্টি থেকে আমাকে বিএনপিতে এনে জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবীব দুলু ট্রামকার্ড খেলতে চাইছে। সেই খেলায় তিনি নিজেই হারিয়ে যাবেন। উল্লেখ্য, আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে জেলার কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top