সকল মেনু

তাহলে কুইক রেন্টাল বন্ধ করে দেই : প্রধানমন্ত্রী

ঢাকা, ১৯ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ‘মানুষ সুখে থাকলে দুঃখের দিন ভুলে যায়। রেন্টাল-কুইক রেন্টাল নিয়ে কেনো এতো কথা হয় বুঝি না। যদি বলেন, তাহলে এখনই কুইক রেন্টাল বন্ধ করে দেব।’

জাতীয় সংসদে বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যখন ক্ষমতায় আসি তখন রেন্টাল-কুইক রেন্টাল ছাড়া উপায় ছিল না। দ্বিতীয়বার আমরা যখন (২০০৯ সাল) ক্ষমতা গ্রহণ করি, তখন বিএনপি বিদ্যুৎ উৎপাদন আমাদের আগের মেয়াদের ৪ হাজার ২০০ মেগাওয়াট থেকে নামিয়ে ৩ হাজার ২০০ মেগাওয়াটে নিয়ে আসে।’

সরকারদলীয় সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাসিম সম্পূরক প্রশ্ন করে বলেন, ‘সরকার জরুরিভিত্তিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য ভাড়াভিত্তিক রেন্টাল-কুইক রেন্টাল পদ্ধতিতে গিয়েছিল। এখন বিদ্যুৎ একটি স্বাভাবিক অবস্থায় চলে এসেছে। তাই ভাড়াভিত্তিক এসব কেন্দ্র কমিয়ে আনা যায় কিনা? একই সঙ্গে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলাদা কোনো নীতিমালা করার চিন্তা সরকারের আছে কিনা?’

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ক্ষমতায় এসে ৩ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছিলাম। বিদ্যুতের জন্য জনগণ রাস্তায় নেমে এসেছিল। বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা হতো। এ অবস্থায় আমরা ২০০৯ সালে ক্ষমতায় এসে দ্রুত বিদ্যুৎ উৎপাদনের জন্য ভাড়াভিত্তিক রেন্টাল-কুইক রেন্টাল পদ্ধতিতে যাই। আমরা যখন ক্ষমতায় আসি তখন কুইক রেন্টাল ছাড়া উপায় ছিল না। বাড়তি বিদ্যুৎ কি মানুষের কাজে লাগছে না? আসলে সুখ পেলে মানুষ দুঃখের কথা ভুলে যায়। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন যে হারে বেড়েছে, তা কোনো সরকার করতে পারেনি। সর্বশেষ ১৮ মার্চ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১১ হাজার ৮৮৪ মেগাওয়াট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top