সকল মেনু

মির্জা ফখরুল ও খন্দকার মোশাররফ কাশিমপুর কারাগারে

ঢাকা, ১৭ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে গাজীপুর সদর উপজেলার কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল রোববার রাতে তাঁদের ঢাকা থেকে কাশিমপুরে স্থানান্তর করা হয় বলে কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ সূত্র নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত বছরের ২৪ ডিসেম্বর ঢাকার বাংলামোটর এলাকায় গাড়িতে পেট্রলবোমা ছুুড়ে পুলিশ হত্যা, ৩০ নভেম্বর মালিবাগ ও ৩ জানুয়ারি পরিবাগে বাসে পেট্রলবোমা ছুড়ে মানুষ হত্যা ও নাশকতার তিনটি মামলায় গত ২০ জানুয়ারি হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন পান ফখরুল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং ঢাকা মহানগরের সদস্যসচিব আবদুস সালামও ওই তিন মামলায় জামিন পান। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৯ মার্চ ওই তিনজনসহ বিএনপির পাঁচ নেতার জামিন বাতিল করেন আদালত।

গতকাল রোববার তাঁরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ফখরুলকে কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এ পাঠানো হয়।

এদিকে মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা খন্দকার মোশাররফ হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গতকাল রাত নয়টার দিকে কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এ স্থানান্তর করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top