সকল মেনু

ডোমারে অগ্নিকান্ডে একটি পাড়া পুড়ে ছাই; অর্ধ কোটি টাকার ক্ষতি

 মো. আমিরুজ্জামান, নীলফামারী ১৪ মার্চ: নীলফামারীর ডোমার উপজেলায় এক ভয়াবহ অগ্নিকান্ডে একটি পাড়া পুড়ে ছাই, অর্ধ কোটি টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী সুত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ি উত্তরপাড়া নাহেলারপাড় গ্রামের হামিদুল ইসলামের গোয়াল ঘড়ে খড়ের ভুতি দিয়ে গরুর মশা তাড়াতে গিয়ে এ আগুনের সুত্রপাত হলে দ্র”ত চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ছামছুল হকের ৪টি ঘর, আফজালের ৩টি ঘর, বাবলুর ৩টি ঘর, আব্দুল হাইয়ের ৩টি, বুলুর ৩টি, মালেকের ২টি, তরিকুলের ৩টি, এমদাদুলের ১টি, খালেকের ২টি ও হামিদুলের ৪টি ঘরসহ ৩২টি ঘর, ধান, চাল, ৪টি গরু, ১০টি ছাগল, হাঁস-মুরগী, নগদ টাকা ও আসবাবপত্রসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল সম্পূর্ণরুপে অগ্নিকানে ভস্মিভুত হয়েছে। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন আয়াত্বে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্ত এলাকা ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক তোফায়েল আহমেদ, বোড়াগাড়ি ইউপি চেয়ারম্যান ইছাহাক আলী এলাকা পরিদর্শন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top