সকল মেনু

জোবায়ের মিলন-এর দুটি কবিতা

সাহিত্য ও সংস্কৃতি প্রতিবেদক,৬ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : যাবজ্জীবন

উড়াল দেবার ইচ্ছে তো হয় প্রায়ই
কিন্তু যাবো কোথায়
কোন সুদূর হারিয়ে যাবো, পালিয়ে যাবো
কোথায় সে দূর কোন অরণ্যে?
ডানে যাবো ভাবতে গেলেই তোমার ছবি
বামে যাবো ভাবতে গেলেই পায়ের চিহ্ন পায়ে লাগে
জড়িয়ে ধরে
সামনে যাবার বল থাকে না!
পেছন যাবো ভাবতে গেলেই ভাবনাগুলো আঁতকে ওঠে
সেথায় কেবল তোমার স্মৃতি, তোমার গাওয়া শতেক গীতি
মৌ মৌ কানে বাজে, চোখের মাঝে চোখে ভাসে
এ চোখ যে আর পথ দেখে না;
সামনে যাবো সে কথা তো অনেক আগেই ফুরিয়ে গেছে
দেয়াল তুলে দেয়াল ওপাড় তুমি যখন!
তখন থেকে চার দেয়ালে আটকে গেছি
কারাগারে যাবজ্জীবন…

উড়াল দেবার ইচ্ছে তো হয়
কিন্তু আমি যাবো কোথায়

দুই

মধ্যরাতের ট্রেন

জোবায়ের মিলন
অকাল বোধনের কাছে প্রশ্ন করলাম
আর কত কাল যাবে এ ভাবে
রাত্রির সাথে অভিশার
আর কত জ্যোৎস্নার স্তুন চুশে চুশে
দীর্ঘ নীলাভ প্রহরের সাথে মল্লযুব্ধ!!
আঁধারের সাথে আর কত, আর কত সহবাস!
নি:ছিদ্র বেহুলার নাচ
ফালি ফালি করে কাটে মাখন শরীর…

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top