সকল মেনু

গণবিচ্ছিন্ন সরকার বেসামাল হয়ে পড়েছে : খালেদা জিয়া

ঢাকা, ১৩ মার্চ  (হটনিউজ২৪বিডি.কম) : গণবিচ্ছিন্ন সরকার তাদের বেসামাল অবস্থাকে সন্ত্রাসী কায়দায় সামাল দিতে আরও বেশী বেসামাল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের গ্রেফতারের নিন্দা জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, বর্তমান অবৈধ সরকার বিরোধী দলকে ধ্বংসের উদ্দেশে ধারাবাহিকভাবে চক্রান্ত জাল বুনে যাচ্ছে। মিথ্যা মামলায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে গ্রেফতার সেই চক্রান্তেরই অংশ।

বিএনপির চেয়ারপারসন বলেন, বর্তমান অবৈধ সরকার দেশ পরিচালনায় জনস্বার্থকে তুচ্ছ জ্ঞান করে ক্রসফায়ারে হত্যা, গুম, অপহরণ, মিথ্যা মামলা দায়ের এবং পাইকারী হারে গ্রেফতারের ওপর ভর করার কারণে সারাদেশে এখন এক ভয়ঙ্কর আতঙ্ক বিরাজ করছে।

ড. খন্দকার মোশাররফ হোসেনের মতো একজন প্রবীণ রাজনীতিবিদকে মিথ্যা মামলায় গ্রেফতার বর্তমান শাসকগোষ্ঠীকে অশুভ পরিণতির দিকেই নিয়ে যাচ্ছে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন বেগম জিয়া।

বিবৃতিতে খালেদা জিয়া বলেন, আওয়ামী শাসনামলগুলোতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ কখনোই নিরাপদ থাকেনি, এখন তার শেষ চিহ্নটুকুও মুছে ফেলা হচ্ছে। আওয়ামী লীগ ভাবছে বিরোধী নেতা-কর্মীদের কারাগারে অন্তরীণ রাখতে পারলেই আন্দোলন সংগ্রাম স্তব্ধ হয়ে যাবে। এই ভ্রান্ত ধারণা এবং অলীক স্বপ্নই আওয়ামী লীগের জন্য একদিন কাল হবে।

অবিলম্বে ড. মোশাররফের ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান বিএনপি চেয়ারপারসন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top