সকল মেনু

পূর্ব শত্রুতার জের; স্বর্ণালঙ্কার সহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মলামাল লুটপাট

 ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি :  গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মীরার ডাঙ্গী গ্রামে বৃহ:স্পতিবার এলাকার প্রভাবকে কেন্দ্র করে একদল সশস্ত্র সন্ত্রাসীরা মজিবর রহমান মুন্সী ও ইমদাদ মুন্সীর বাড়ীতে হামলা চালিয়ে  প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট সহ ব্যাপক ধ্বংসযজ্ঞ  চালায়। প্রত্যক্ষদর্শী ও সরেজমিনসূত্রে জানা যায়, মীরার ডাঙ্গী গ্রামের মজিবর রহমান মুন্সী ও আবু মল্লিক গ্রুপের সহিত দীর্ঘ দিন যাবত এলাকার প্রভাব বিস্তার কেন্দ্র করে বিভিন্ন ভাবে ঝগড়া –বিবাদ চলে আসছিল। এর প্রেক্ষিতে উভয় পক্ষেই একাধিক মামলা পরিচালনা করে আসছে বলে এলাকাবাসী জানায়।  বৃহ:স্পতিবার সকাল ৭টা হতে ৯টা পর্যন্ত আবু মল্লিক (৫৫) গ্রুপ প্রায় ৫০ থেকে ৬০ জন সশস্ত্র সন্ত্রাসী নিয়ে মজিবর রহমান মুন্সীর উপর হামলা চালালে তিনি প্রাণ নিয়ে পালিয়ে যেতে পারলে ও পরবর্তিতে ঐ সন্ত্রাসীগ্রুপ পর্যায়ক্রমে মজিবর মুন্সী ও ইমদাদ মুন্সীর বসত বাড়ীতে ব্যাপক পরিমানে হামলা ও লুটপাট চালায়। লুটপাট চলাকালীণ সময়ে তারা ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৮ লক্ষ টাকা ও বসত বাড়ীর ব্যবহৃত আসবাব পত্র ভাংচুর ও লুটপাট করে। তাদের এই পৈশাচিক আচরণ থেকে রক্ষা পায়নি ৫০ বছরের বৃদ্ধা রেহানা বেগম ও ৩ বছরের শিশু তাইয়িফ। এলাকাবাসী সূত্রে জানা যায় , আবু মল্লিক গ্রুপের ওলী(৩৫), আল আমিন(৩০), কুদ্দুস(৩৫),সেন্টু(৪০),নজরুল(২৫) এরা এলাকায় ভূমিদস্যু,ছিনতাই কারী ও চাঁদাবাজ হিসাবে পরিচিত। এদের মাধ্যমে প্রকাশ্য দিবালোকে এরুপ ঘটনার নিন্দা জানিয়েছেন উক্ত এলাকার ইউ পি চেয়ারম্যান। ঘটনার পরপরই সিন্দিয়া ঘাট পুলিশফাঁড়ী থেকে এস আই সালাম এর নেতৃত্বে একদল পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করছে। হট নিউজ টুয়েন্টি ফোর বিডি ডট কম -এর প্রতিনিধির কাছে এস আই সালাম ঘটনার সত্যতা স্বীকার করেন। এই সংবাদ লেখা পর্যন্ত মুকসুদপুর থানায় মজিবর রহমান মুন্সী বাদী হয়ে লুটপাট ও হামলা বিষয়ে  মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top