সকল মেনু

অনুমোদন পাচ্ছে দুই আর্থিক প্রতিষ্ঠান

ঢাকা, ৫ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : সরকারের দেড় মাসের মাথায় নতুন দুটি আর্থিক প্রতিষ্ঠানকে  অনুমোদন দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠান দুটি হলো- সিএপিএম ভেনচার ক্যাপিটাল অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড এবং মেরিডিয়ান ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় অনুমোদন দেয়ার ‘নীতিগত’ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী জানিয়েছেন, পরিচালনা পর্ষদের সভায় আরও দুটো আর্থিক প্রতিষ্ঠান দেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এজন্য সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আগ্রহপত্র (লেটার অব ইনটেন্ট) দিতে বলা হয়েছে।

তিনি জানান, নতুন দুই আর্থিক প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন হতে হবে অন্তত ১০০ কোটি টাকা। এই অর্থের জন্য উদ্যোক্তাদের পুরো করও পরিশোধ করতে হবে। এছাড়া আইন অনুযায়ী আরও ৩০টি শর্ত পূরণ করতে হবে উদ্যোক্তাদের। এটা অনুমোদনের প্রাথমিক পর্যায়।

প্রসঙ্গত, বর্তমানে দেশে ৩১টি আর্থিক প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে। আওয়ামী লীগের গত মেয়াদে মোট নয়টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের অনুমোদন দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top