সকল মেনু

৩০ ফাঁসির আসামিকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতির

ঢাকা, ৫ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২০০১ সাল থেকে এখন পর্যন্ত (মার্চ, ২০১৪) ফৌজদারী মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত ৩৩ জন আসামিকে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় মুক্তি বা সাজা পরিবর্তন করা হয়েছে। এরমধ্যে ৩০ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিও ছিলেন।

বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্য পীর ফজলুল রহমানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

বন্দীদের প্রাণ ভিক্ষার আবেদন বা সাজা মওকুফের আবেদনের প্রেক্ষিতে তাদের মুক্তি বা সাজা মওকুফ করার বিষয়টি বিবেচনা করা হয়েছে বলে জানান মন্ত্রী।

মন্ত্রীর দেয়া তথ্য থেকে জানা গেছে, এই সময়ে মধ্যে ২৩ জন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামির সাজা মওকুফ করা হয়েছে আর ছয়জন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তকে সাজা কমিয়ে যাবজ্জীবন দেয়া হয়েছে।

এছাড়াও একজন যাবজ্জীবনপ্রাপ্ত আসামির সাজা মওকুফ ও বাকীদের সাজা বিভিন্ন মেয়াদে কমানো হযেছে বলেও সংসদকে জানান মন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top