সকল মেনু

পাঁচবছরে একনেকে ৮৬৩ প্রকল্প অনুমোদন

ঢাকা, ৫ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : গত পাঁচ অর্থবছরে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) কর্তৃক অনুমোদিত প্রকল্পের সংখ্যা ৮৬৩টি বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্য গোলাম মোস্তাফার এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘২০০৮-২০০৯  হইতে ২০১২-২০১৩ অর্থ বছর পর্যন্ত জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) কর্তৃক অনুমোদিত প্রকল্পের সংখ্যা ৮৬৩টি।’

মন্ত্রী জানান, ২০০৮-২০০৯ অর্থ বছরে ১৩ জানুয়ারি ২০০৯ থেকে ৩০ জুন ০৯ পর্যন্ত মোট ১৫টি একনেকের সভা অনুষ্ঠিত হয়েছে এবং ৬৯ টি প্রকল্প অনুমোদিত হয়েছে।

২০০৯-২০১০ অর্থ বছরে মোট ৩৬টি একনেক সভা অনুষ্ঠিত হয়েছে এবং ২২৫টি প্রকল্প অনুমোদিত হয়েছে। ২০১০-২০১১ অর্থবছরে মোট ৩২টি একনেকের সভা অনুষ্ঠিত হয়েছে এবং ২৫০ টি প্রকল্প অনুমোদিত হয়েছে।

২০১১-২০১২ অর্থ বছরে মোট ২১ টি একনেকের সভা অনুষ্ঠিত হয়েছে এবং ১৬৮ টি প্রকল্প অনুমোদিত হয়েছে। ২০১২-২০১৩ অর্থ বছরে মোট ১৯ টি একনেকের সভা অনুষ্ঠিত হয়েছে এবং ১৫১ টি প্রকল্প অনুমোদিত হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top