সকল মেনু

সূচক ঊর্ধ্বমুখী

ঢাকা, ৫ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) :  সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এঙচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসসি) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। লেনদেনের আধা ঘণ্টার মাথায় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে।

ডিএসই সূত্র মতে, বেলা ১১টায় ডিএসইএঙ সূচক ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৮ পয়েন্টে, ডিএসই ৩০ সূচক ০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯৫ পয়েন্টে এবং শরীয়াহ এস সূচক ১ পয়েন্ট বেড়ে ১০০৭ পয়েন্টে আসে।

এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ১৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত থাকে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এ সময় মোট লেনদেন হয় ৩৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

অন্যদিকে বেলা ১১টায় চট্টগ্রাম স্টক এঙচেঞ্জে (সিএসই) সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২০৫ পয়েন্টে। এ সময় মোট ৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ২৬টির আর অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৪ কোটি ২০ লাখ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top