সকল মেনু

ইরানে বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ৪ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : ইরানের দক্ষিণাঞ্চলীয় কিশ দ্বীপের কাছে ছোট আকারের একটি বিমান বিধ্বস্ত হয়ে চার জন নিহত হয়েছে। নিহত চার জনই ছিলেন বিমানের ক্রু।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মালিকানাধীন ফ্যালকন জেট বিমানটি পরীক্ষামূলক উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে বলে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। চারটি মৃতদেহই উদ্ধার করা সম্ভব হয়েছে এবং দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত চলছে।

গত এক দশকে ইরানে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিমানের যন্ত্রাংশ আমদানি করতে পারছে না ইরান। বিমানের যন্ত্রাংশের ঘাটতিই এসব দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করা হয়। সর্বশেষ গত ২০১১ সালের জানুয়ারিতে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে মরুঝড়ের সময় জরুরি অবতরণের সময় একটি বিমান বিধ্বস্ত হয়ে ৭৭ জন নিহত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top