সকল মেনু

শিশুদের উন্নয়নই দেশের উন্নয়ন : স্পিকার

ঢাবি, ৪ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুর পরিপূর্ণ বিকাশের মাধ্যমেই ভবিষ্যতে দেশের উন্নয়ন সম্ভব। এজন্য শিশুদের শারীরিক ও মানসিক দক্ষতার বিকাশ ঘটাতে হবে।

মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমী কর্তৃক আয়োজিত ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, ‘সুন্দর সুন্দর আয়োজনের মাধ্যমে শিশুদের মানসিক দক্ষতা বৃদ্ধি পায়। এসব আয়োজন দেশের তৃণমূল পর্যায়ে শিশুদের সৃজনশীলতা, মেধা ও মনন গঠনে সাহায্য করে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানসিক বিকাশ সম্ভব। সংস্কৃতিমনা শিশু ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’

তিনি বলেন, ‘সব শিশুর জন্য সম-অধিকার নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত এবং দরিদ্র শিশুদের অধিকার রক্ষায় সরকার ১৯৭৪ সালের শিশু অধিকার আইনকে যুগোপযোগী আইনে পরিণত করা হবে। এই আইন কার্যকর নিশ্চিত করতে পারলে শিশুরা আরো বেশি সুবিধা পেতে পারে।’

তিনি আরো বলেন, ‘শিশুদের রাজনৈতিক বিকাশেরও যথেষ্ট সুযোগ রয়েছে। ১২ বছরের চেয়ে কম বয়সী শিশুদের জন্য জাতীয় সংসদে সরাসরি সংসদ অধিবেশন দেখার সুযোগ আছে। যার মাধ্যমে সাংসদরা সংসদে কী কথা বলে সে সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা সৃষ্টি হবে।’

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top