সকল মেনু

অ্যাপলের নতুন ইন-কার সিস্টেম “কার-প্লে”

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদক, ৪ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : অ্যাপল এবার আনুষ্ঠানিকভাবে অ্যাপল কার-প্লে ইন-কার অপারেটিং সিস্টেমটির কথা ঘোষনা করেছে। নতুন ফেরারী, মার্সিডিজ ও ভলভো গাড়ীতে এই সিস্টেমটি দেয়া হবে। তাদের ভাষ্য অনুযায়ী, অ্যাপলের এই সিস্টেমটি একেবারে গোড়া থেকে নতুন ভাবে ডিজাইন করা হয়েছে। তবে অ্যাপল কার-প্লে স্ট্যান্ড-এলোন ভাবে ডিজাইন করা হয়নি, বরং ব্যবহারকারীর আইফোন ও আইপ্যাডের একটি এক্সটেনশন হিসেবেই বানানো হয়েছে। এর টাচ স্ক্রীনের মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের কনট্যাক্ট, ভয়েস মেইল, নোটিফিকেশন, ম্যাপ ও মিউজিক ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, গাড়ীতে শোনার জন্য ব্যবহারকারীরা স্পটিফাই, আইহার্টরেডিওর মত থার্ড পার্টি সার্ভিস ব্যবহার করতে পারবেন গোড়া থেকেই। টাচ ছাড়াও গাড়ীর স্টিয়ারিল হুইলের একটি বাটন ব্যবহার করে ভয়েস কমান্ড – অর্থাৎ সিরিকেও ব্যবহার করা যাবে। তবে এই সার্ভিসটি শুধুমাত্র লাইটেনিং পোর্ট সমৃদ্ধ অ্যাপল ডিভাইসেই ব্যবহার করা যাবে। তার মাএ আইফোন ৫ ও তার পরের মডেলের ফোনগুলোর সাথেই শুধু এটি ব্যবহার করা যাবে। বছরের শেষের দিকেই কার-প্লে সমৃদ্ধ গাড়ী বাজারে আসতে শুরু করবে।

ভবিষ্যতে ওয়াই-ফাই সিন্ক, আরও সুযোগ-সুবিধা নিয়ে কার প্লে বিএমডব্লিউ, টয়োটা বা হোন্ডা গাড়ীর সাথেও দেয়া হবে হবে জানিয়েছে অ্যাপল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top