সকল মেনু

হাজীগঞ্জে ফসলের মাঠ থেকে তাজা মর্টার সেল উদ্ধার

নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা টঙ্গিরপাড় ইউনিয়নের বলিয়া গ্রমের ফসলী মাঠ থেকে একটি (মর্টারসেল) গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ৮ নং হাটিলা টঙ্গিরপাড় ইউনিয়নের বলিয়া গ্রমের ফসলী মাঠে স্থানীয়রা মর্ডার সেলটি দেখে পুলিশ খবর দেয়। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশের এসআই বিপ্লব ও শাহআলম ঘটনাস্থল থেকে গ্রেনেডটি উদ্ধার করে।
থানা সূত্রে জানা গেছে, গ্রেনেডটি তাজা ছিল। এটি ১৯৬৫ তৈরী। ১৮ ইঞ্চি লম্বা এই মর্ডার সেলটির ওজন ২০ কেজি।  ধারণা করা হচ্ছে এটি ১৯৭১ সনের যুদ্ধকালীন সময়ে ওই এলাকায় রাখা হয়েছিল।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহআলম জানান, এটি খুব শীঘ্রই সেনাবাহিনী এনে নিষ্ক্রয় করা হবে। বর্তমানে এই মর্ডার সেলটি হাজীগঞ্জ থানা বাউন্ডারীতে মাটিতে পুতে রাখা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top