সকল মেনু

বাংলাদেশকে সাবমেরিন দেবে চীন

ঢাকা, ১ মার্চ (হটনিউজ২৪বিডি.কম) : বেইজিং: পাকিস্তান ও বাংলাদেশের কাছে সাবমেরিন বিক্রি করবে চীন। শনিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, এ ব্যাপারে উভয় দেশের সঙ্গে চুক্তি হয়েছে।

পাকিস্তান সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জেনস উইকলির একটি প্রতিবেদেনে বলা হয়েছে, ২০১৪ সালের শেষ নাগাদ পাকিস্তানের কাছে ছয়টি সাবমেরিন বিক্রির চুক্তি সম্পন্ন করবে চীন। পাশাপাশি বাংলাদেশের কাছেও দুই ধরনের সাবমেরিন বিক্রি করবে চীন।

তিনি বলেন, সাবমেরিন কেনার বিষয়ে চীনের সঙ্গে প্রযুক্তিগত বিষয়গুলো সম্পন্ন হয়েছে। এখন তাদের সঙ্গে অর্থনৈতিক বিষয়ে আলোচনা হচ্ছে।

পার্শ্ববর্তী দেশ ভারত যেসময়য়ে সাবমেরিন-সংকটে আছে সেময়ে চীন বাংলাদেশ ও পাকিস্তানের কাছে সাবমেরিন বিক্রির চুক্তি করেছে।

অন্যদিকে, নিউএজ পত্রিকার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, সাবমেরিন বিক্রির জন্য বাংলাদেশের সঙ্গে চীনের ২০৬ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন হস্তান্তর করবে চীন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top