সকল মেনু

নীলফামারীতে মৎস্যজীবি দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 মো. আমিররুজ্জামান, নীলফামারী ০১ মার্চ:  দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে নীলফামারী জেলা শাখার কেক কাটা, বিশেষ মোনাজাত, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। শুক্রবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। বেলা ১১টার দিকে বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে দেশবাসীর কল্যাণে বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিলের অংশ গ্রহণ করে দলটির নেতাকর্মীরা। বিকাল সাড়ে তিনটায় জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব গোলাম মোস্তফা রঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব শামসুজ্জামান জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জহুরুল আলম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সালাম বাবলা, পৌর ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, ছাত্রদল নেতা রাশেদুজ্জামান রাশেদ। আলোচনা সভা শেষে ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে নেতাকর্মীদের মাঝে বিতরন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top