সকল মেনু

ওয়ালটন গ্রামীণ ক্রীড়া উৎসব

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে গ্রামীণ ক্রীড়া উৎসব।

উৎসবে ১ মার্চ পর্যন্ত বিভিন্ন ধরনের গ্রামীণ খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এ রকম বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ষাঁড়ের লড়াই ও ঘোড় দৌড়। গ্রামীণ এই ক্রীড়া উৎসব হাজার হাজার লোক উপভোগ করেন।

এই উৎসব অল্প সময়ের জন্য হলেও গ্রামের মানুষের জীবনের নির্মল বিনোদনের এক অপার সুযোগ এনে দিয়েছে।
এই উৎসবে  লাঠিখেলা, কুস্তি, কাবাডি, ভলিবল, ঘোড়ার গাড়ি দৌড়, ষাঁড়ের লড়াই, গরুর গাড়ি দৌড়, দাড়িয়াবান্দা ও নৌকাবাইচসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ৫ হাজার প্রতিযোগী অংশ নিচ্ছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top