সকল মেনু

আর কতো ফেলানী কাঁটাতারে ঝুললে

সাহিত্য ও সংস্কৃতি প্রতিবেদক, ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) :

ফেলানী রে,
ও ফেলানী
বোন আমার,
তোর খুনীদের বিচার আমরা করতে পারলাম না
কাঁটাতারে ঝুলন্ত তোর আনত মাথা
আমাদের মাথা নত করে দিয়েছে
তোর খুনীরা হলো বেকসুর খালাস (!)
কিন্তু তুই আমাদের ক্ষমা করিস না
আমরা পারি নি রে বোন
আমরা কতোটা অক্ষম
তোর আত্মাকেও একটু শান্তি দিতে পারলাম না রে
তোর ঝুলন্ত লাশ
আমাদের বিচার পাওয়ার অধিকারকেও ঝুলিয়ে দিয়ে গেলো।

ফেলানী রে,
ও ফেলানী
বোন আমার,
তোর বাঁচার আকুতির দগ্ধ রক্তপ্রবাহ
বাংলাদেশের স্বাধীনতাকে রক্তাক্ত করে গেলো
তোর খুনের বিচারের নাটক সারা বিশ্ব দেখলো (?)
এবার হাততালি দিতে দিতে বাড়ি ফিরছে (!)

বল তো বোন
আর কতো হাজার
আর কতো লক্ষ ফেলানীর লাশ
কাঁটাতারে ঝুললে তোর খুনের বিচার পাবো?

…বরুণ কুমার বিশ্বাস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top