সকল মেনু

এবার জুতাবোমার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক , ২০ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : টুথপেস্ট-বোমার পর এবার জুতাবোমার হুঁশিয়ারি বার্তা দিল যুক্তরাষ্ট্র। দেশটির গোয়েন্দা বিভাগ বলছে, জুতার মধ্যে বোমায় ব্যবহৃত বিস্ফোরক বহন করতে পারে সন্ত্রাসীরা।

মার্কিন গোয়েন্দারা জুতাবোমা হামলার নির্দিষ্ট কোনো পরিকল্পনার কথা বলেননি। তবে আশঙ্কার কথা বলেছেন।
যুক্তরাষ্ট্রগামী বিমানের ফ্লাইটে সন্ত্রাসীরা এ ধরনের বোমা ব্যবহার করতে পারে বলে তাদের ধারণা। এ জন্য সব বিমান কর্তৃপক্ষকে হুঁশিয়ার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা।

এর আগে রাশিয়ায় অনুষ্ঠিত সোচি অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে টুথপেস্ট-বোমার বিষয়ে সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিশ্বে বেশ তোলপাড়ও সৃষ্টি হয়েছিল।

২০০১ সালে ব্রিটিশ নাগরিক রিচার্ড রেইড তার জুতার মধ্যে বোমার বিস্ফোরক নিয়ে প্যারিস থেকে একটি ফ্লাইট যুক্তরাষ্ট্রের মিয়ামিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

সন্ত্রাসীদের নতুন কৌশল হিসেবে জুতাবোমা ব্যবহারের আশঙ্কা রয়েছে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ মনে করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top