সকল মেনু

রাজ্যসভায় আজ পেশ করা হবে তেলেঙ্গানা বিল

আন্তর্জাতিক ডেস্ক , ১৯ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) :  নতুন রাজ্য হতে তেলেঙ্গানাকে আর মাত্র দুটো ধাপ অপেক্ষা করতে হবে। আজ (বুধবার) রাজ্যসভায় পেশ করা হবে তেলেঙ্গানা বিল। রাজ্যসভায় পাসের পর তা পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির সম্মতির পর দেশের ২৯তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করবে তেলেঙ্গানা।

এদিকে, বন্ধের ডাক দিয়েছে ওয়াই এস আর কংগ্রেস। তাই অন্ধ্রপ্রদেশ জুড়ে আজ বন্ধ চলছে।

বন্ধ ঘিরে চাপা উত্তেজনা বিরাজ করছে রাজ্যজুড়ে। বিক্ষিপ্ত গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে। জায়গায় জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। বিভিন্ন জায়গায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, আজ দুপুরের দিকে পদত্যাগ করতে পারেন মুখ্যমন্ত্রী কিরন রেড্ডি। অন্যদিকে হতাশায় রাজনীতি থেকে অবসর নিয়েছেন সংসদে মরিচ কাচ্চের নায়ক লাগাদাপতি রাজাগোপাল।

তবে এটা একটা দিকের চিত্র। তবে একদিকে যখন হাতাশা, বিক্ষোভ, অন্যদিকে তেমনি চলছে উৎসব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top