সকল মেনু

উপজেলা নির্বাচনও একদলীয়ভাবে করার ষড়যন্ত্র করছে”- চৌধুরী কামাল ইবনে ইউসুফ

 লিটু সিকদার, ফরিদপুর প্রতিনিধিঃ  বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, বর্তমান সরকার সংসদ নির্বাচনের মত উপজেলা নির্বাচনও একদলীয়ভাবে করার ষড়যন্ত্র করছে। সে কারনেই ক্রস ফায়ারের নামে বিএনপির নেতা কর্মীদেরকে বাকশালীয় কায়দায় হত্যা করছে। দেশে এখন গণতন্ত্র বলতে কিছু নেই। গণতন্ত্রের নামে চলছে স্বৈরতন্ত্র। ওয়ামীলীগ এখন ক্ষমতায় থাকলেও নৈতিকভাবে তারা প্রচন্ড দুর্বল। বিশ্বের কোন রাষ্ট্র গত সংসদ নির্বাচনকে মেনে নেয়নি। গায়ের জোরে সরকার গঠন করেছে শেখ হাসিনা। মানুষ অচিরেই দুর্বার গণআন্দোলন সৃষ্টি করে বর্তমান সরকারের পতন ঘটাবে। একদিন এই জালিম সরকারকে কঠোর বিচারের মুখোমুখি হতে হবে। চৌধুরী কামাল ইবনে ইউসুফ আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকালে ফরিদপুর শহরের ময়েজ মঞ্জিলে শহর বিএনপি ও কোতয়ালী থানা বিএনপি’র যৌথভাবে আয়োজিত এক আলোচনা সভা ও সদর উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থীদের নাম ঘোষনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফরিদপুর শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি জাফর হোসেন বিশ্বাস, কোতয়ালী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক রউফ উন নবী, শহর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এমটি আক্তার টুটুল, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, শহর যুবদলের সভাপতি রেজাউল ইসলাম রেজওয়ান, সৈয়দ কামরুজ্জামান হারুন মিয়া।পরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাহাবুবুল হাসান পিংকু, ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরীজ এবং মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা বেগম এর নাম ঘোষনা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top