সকল মেনু

কক্সবাজার সফরে ২০ দেশের রাষ্ট্রদূত

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : বাংলাদেশে নিযুক্ত ২০টি দেশের রাষ্ট্রদূত কক্সবাজার সফর করছেন। সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করতে সোমবার তিন দিনের আনন্দ সফরে তারা কক্সবাজার এসেছেন।

সফর শেষে বুধবার তারা ঢাকায় ফিরবেন বলে জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মঙ্গলবার সকালে তারা রামু উপজেলার পুনর্নির্মিত বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। এর আগে সোমবার বিকালে তারা ইনানী সৈকতে বিচ ভলিবল খেলে এবং ঘুড়ি উড়িয়ে আনন্দ করেন।

সফরে তাদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও রয়েছেন।

মঙ্গলবার সকালে তারা রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিদর্শনে গেলে বিহারাধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের তাদের স্বাগত জানান।

এ সময় স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সরকারি পদস্থ কর্মকর্তা ও বৌদ্ধ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে তারা ১০০ ফুট সিংহশয্যা গৌতম বুদ্ধমূর্তি ও উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে পৌঁছেন।

এখানে ভাবনা কেন্দ্রের পরিচালক করুনাশ্রী থের ও সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া তাদের ফুল দিয়ে অভিনন্দন জানান।

পরিদর্শনকালে কূটনীতিকগণ সরকারি সহায়তায় অতি অল্প সময়ে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার নির্মাণ করে দেওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

পরে কূটনীতিকগণ কক্সবাজারে মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রকল্প পরিদর্শন করেন।

সোমবার বেলা ১২টার দিকে তারা কক্সবাজার আসেন।

এদের মধ্যে রয়েছেন রাশিয়া, ব্রাজিল, সিঙ্গাপুর, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার, তুরস্ক, নেদারল্যান্ডস, মালদ্বীপ, নেপাল, ভুটান, ভিয়েতনাম ও ব্রুনাই দারুস সালামসহ ২০ দেশের মিশন প্রধানগণ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top