সকল মেনু

যোগাযোগমন্ত্রীকে পদ্মাসেতুর কাজ শুরু করতে প্রধানমন্ত্রীর এসএমএস

 নিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা:  প্রথম প্রাধান্য দিয়ে শিগগিরই পদ্মাসেতুর কাজ শুরু করতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে মোবাইলের ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে এ নির্দেশান দিয়েছেন তিনি। একইদিন সন্ধ্যায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ক্যাডারদের এক সংবর্ধনা অনুষ্ঠানে ওবায়দুল কাদের এ কথা জানান।ওবায়দুল কাদের বলেন, ‘আজ সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফোর লেন কাজের অগ্রগতি পরিদর্শন শেষে ক্ষুদে বার্তার (এসএমএস) মাধ্যমে প্রধানমন্ত্রীকে জানাই। তিনি এর জবাবে আমাকে প্রথম প্রাধান্য দিয়ে শিগগিরই পদ্মাসেতুর মূলকাজ শুরু করার নির্দেশনা দেন।’আর এজন্য নিজের মাথায় দুচিন্তায় ভর্তি বলেও জানিয়েছেন মন্ত্রী।সৎ ও দক্ষ লোক বিরল প্রজাতির প্রাণীর মতো হারিয়ে যাচ্ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘সচিবালয়ে দীর্ঘ একযুগের অভিজ্ঞতা আমার। সচিবালয়ে সৎ লোক পেলে দক্ষ পাই না। দক্ষ লোক পেলে সততা পাওয়া যায় না। সৎ ও দক্ষ লোকেরা বিরল প্রজাতির প্রাণীর মতো হারিয়ে যাচ্ছে। এখন বেশিরভাগ সময় সততা ও দক্ষতার দুর্ভিক্ষের মুখোমুখি হই। মন্ত্রণালয়ের বাংলা-ইংরেজি কোনো নথিই নির্ভুল পাই না।’ তিনি বলেন, ‘একটা মন্ত্রণালয়ের মন্ত্রী দুর্নীতিমুক্ত হলে ওই মন্ত্রণালয় ৫০ ভাগ দুর্নীতিমুক্ত হবে। আর সে মন্ত্রণালয়ের সচিবও দুর্নীতিমুক্ত হলে ৭০ ভাগ দুর্নীতি কমে যাবে। আন্তর্জাতিকমানের কিছু মুখ থাকা সত্ত্বেও কেন আমাদের কপালে দুর্নীতির তিলক থাকবে? এটা দুর্ভাগ্যের। আমরা কখনোই এ তকমা নিয়ে বাঁচতে চাই না।’বর্তমান শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন যেন। এ ব্যবস্থা জীবন গড়তে শেখায় না। যে শিক্ষাব্যবস্থা জীবন গড়তে শেখায় না, সেটা ঘ্রাণ ছাড়া গোলাপের মতো। আজকাল গোলাপও হইব্রিড হয়, কোনো গন্ধ নাই।’নবাগত ক্যাডারদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘মানুষ হতে চাইলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও চাটুকারিতাকে না বলো। এগুলো আমাদের জাতীয় শত্রু। টাকা দিয়ে কী হবে? এক সেকেন্ডের ভরসা নেই। তুমি না বাঁচলে কে খাবে? নিজে যেমন হবে তোমার সন্তানও তেমন হবে।’ওবায়দুল কাদের বলেন, ‘সুশিক্ষিত মানুষ চাই। সুশিক্ষিত দুর্নীতিবাজ চাই না। জ্ঞানী চাই, জ্ঞানপাপী চাই না। আমি দুর্নীতি সহ্য করতে পারি না।’ হিংসাকে ভালোবাসা দিয়ে জয় করারও আহ্বান জানান তিনি।সাইফুরস কোচিং সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক খলিলুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব সুলতান মাহমুদ, নির্বাহী পরিচালক এটিএম মাহমুদ, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান খান প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top