সকল মেনু

কালীগঞ্জ ও কোটচাঁদপুরে আ’লীগের একক প্রার্থী, বিএনপি-জামায়াতের একাধিক

সিরাজুল ইসলাম মল্লিক(ঝিনাইদহ): প্রথম ধাপে অনুষ্ঠিত ঝিনাইদহের ৪টি উপজেলা নির্বাচনে ১৯ দলীয় জোট একক ভাবে প্রর্থী দিতে ব্যর্থ হয়েছে। এ ক্ষেত্রে ক্ষমতাসীন দল সফল হলেও ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলা ব্যতীত বাকী দুই জেলায় জোটের একাধিক প্রার্থী রয়েছে। ঝিনাইদহ জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জেলার ৪ টি উপজেলায় বিভিন্ন দলের ১৪ জন চেয়ারম্যান, ২২ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ১৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঝিনাইদহ সদর উপজেলায় বিএনপি নাগরিক সমাজের ব্যানারে প্রার্থী দিয়েছে। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল আলীম ১৯ দলীয় জোটের প্রার্থী হয়েছেন। অন্যদিকে আওয়ামীলীগের পক্ষে বর্তমান উপজেলা চেয়ারম্যান কনক কান্তি দাস একক ভাবে দলীয় সমর্থন পেয়ে নির্বাচন করছেন। জাতীয় পার্টি থেকে জেলা আহ্বায়ক ও এনজিও সংস্থা সৃজনী বাংলাদেশের নির্বাহী পরিচালক হারুন অর রশিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। কালীগঞ্জ থেকে আওয়ামীলীগের একক প্রার্থী এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু নির্বাচন করছেন। অন্যদিকে এ উজেলায় ১৯ দলীয় জোটের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় মঠে নেমেছেন। জোটগতভাবে প্রার্থী মনোনয়নে ব্যার্থ হওয়ায় কালীগঞ্জে বিএনপির প্রার্থী হামিদুল ইসলাম, ডাঃ নুরুল ইসলাম ও জামায়াতের ওলিয়ার রহমান প্রচারণা চালচ্ছেন। শৈলকুপা উপজেলায় সকল বিতর্কের অবসান ঘটিয়ে বিএনপি ও আওয়ামীলীগ একক ভাবে প্রার্থী নির্বাচন করেছে। বিএনপি থেকে রাকিবুল হাসান খান দিপু ও আওয়ামীলীগের সমর্থনে শিকদার মোশাররফ হোসেন সোনা প্রচারণা চালাচ্ছেন। কোটচাঁদপুর উপজেলায় আওয়ামীলীগ একক ভাবে উপজেলা সভাপতি শরিফুন্নেছা মিকিকে প্রার্থী হিসাবে মনোনীত করছেন। তবে ১৯ দলীয় জোট থকে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোটচাঁদপুর উপজেলায় বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও জামায়াতের সমর্থনে উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম মাঠে থাকায় জোটের নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি দেখা দিয়েছে। প্রার্থী মনোনয়ন নিয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আজিজুর রহমান জানান, একক ভাবে প্রার্থী দিতে আমরা সফল হয়েছি। তাই জাতীয় নির্বাচনের মত উপজেলা নিবাচনেও আমাদের প্রার্থীদের জয় হবে। এ বিষয়ে ঝিনাইদহ ১৯ দলীয় জোটের কোন নেতা মন্তব্য করতে রাজি হয়নি। তবে জামায়াতের সাথে সঠিক সময়ে যোগাযোগ রক্ষা না করার কারণে এই দুরত্ব সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top