সকল মেনু

শীর্ষ সন্ত্রাসী মেজবাহ ক্রসফায়ারে নিহত

 রিপন হোসেন, যশোর থেকে: যশোর অভয়নগর উপজেলার চাপাতলা গ্রামের শাল বাগানে মাগুরা গ্রামের ডা. চৈতন্য হত্যা সহ ১ ডজন মামলার আসামী মেজবাহ র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত। গুলি ও পিস্তল উদ্ধার হয়েছে।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খবির আহম্মেদ জানান, বৃহস্পতিবার গভীর রাত ৩টায় আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে সহিংস ঘটনা ঘটানোর উদ্দেশ্যে চাপাতলা শালবাগান এলাকায় মেজবাহ তার সহযোগীদের সাথে পরিকল্পনা গ্রহণ করার সময় র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হলে মেজবাহ ও তার সহযোগীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ করে গুলি ছোঁড়ে। গুলিতে মেজবাহ আহত হয়, তার অন্যান্য সঙ্গীরা পালিয়ে যায়। অভয়নগর থানা পুলিশ খবর পেয়ে এলাকা থেকে আহত অবস্থায় মেজবাহকে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত মেজবাহ উক্ত উপজেলার মাগুরা গ্রামের রমজান আলী বিশ্বাসের পুত্র। তার বিরুদ্ধে অভয়নগর থানায় হত্যা, ডাকাতি সহ বিভিন্ন ধরনের এক ডজন মামলা আছে। সে উক্ত উপজেলার মাগুরা গ্রামের ডা. চৈতন্য মন্ডল হত্যার এক নম্বর প্রধান আসামী। গত ২৬ জানুয়ারী রাত ৮টায় ডা. চৈতন্য কুমার মন্ডলকে অভয়নগর উপজেলার মাগুরা বাজারে তার নিজস্ব প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় কুপিয়ে হত্যার পর কেটে টুকরো করে তার প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেয়। তিনি উক্ত এলাকার ওয়ার্ড আওয়ামীলীগের নেতা ও প্রাক্তন সেনা সদস্য ছিলেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল , একটি রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top