সকল মেনু

কুষ্টিয়ার পোড়াদহ-দৌলতদিয়া ট্রেন চলাচল বন্ধ

কুষ্টিয়া, ১৪ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : তেলবাহী লরি লাইনচ্যুত হয়ে পোড়াদহ-দৌলতদিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে কুষ্টিয়ার সঙ্গে রাজবাড়ির ও রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে পোড়াদহ-দৌলতদিয়া ঘাট রেলরুটের রাজবাড়ির কালুখালী উপজেলার রেলস্টেশন সংলগ্ন এলাকায় লরিটি লাইনচ্যুত হয়।

মিরপুর রেলওয়ে ষ্টেশনের মাষ্টার নুর ইসলাম জানান, ইশ্বরদী থেকে তেলবাহী একটি লরি ফরিদপুর বিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিল। যাওয়ার পথে কালুখালী লরিটির ৮টি চাকা লাইনচ্যুত হয়। এতে ওই রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। শুক্রবার ৯টা নাগাদ এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top