সকল মেনু

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মছব্বির -কে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থীতা ঘোষণা

এম শাহজাহান আহমদ, মৌলভীবাজার, ১২ ফেব্রয়ারী (হটনিউজ২৪বিডি.কম) : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান
মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল মুছাব্বির কে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষনা করেছেন।
বুধবার বিকেল সাড়ে পাঁচটারটার দিকে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অংঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের সমন্বয়ে বিশাল কর্মী সমাবেশে তিনি এ ঘোষনা দেন। তৃণমূল কর্মী সভায় বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সদর উপজেলা বিএনপির আহবায়ক মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকীর সভাপতিত্বে ও পৌর বিএনপির আহবায়ক এড.আনোয়ার আক্তার শিউলীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার ঔষধ ব্যবসায়ি সমিতির সভাপতি বিএনপি নেতা এমদাদুল হক মছনু,বিশিষ্ট মুরুব্বী মো.ফজলুর রহমান,আব্দুর রহিম আনসার,জেলা আইজীবি সমিতির সাবেক সভাপতি এড মুজিবুর রহমান মুজিব, জেলা বিএনপি নেতা মো.ইউছুফ আলী,আতিকুল ওয়াহেদ,হাবিবুর রহমান মসুদ,আব্দুর রহমান সিকন্দর মাষ্টার,বদরুল আলম,মাওলানা আব্দুল হেকিম,লালা মিয়া মেম্বার,মছদ্দর মিয়া,আদর মেম্বার,আব্দুস সোবহান,মইনুল ইসলাম,আব্দুর রহমান,আহমদ মেম্বার,সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো.ফখরুল ইসলাম,রানা খান শাহীন,হেলু মিয়া,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মঈনুল হক,ছাদিকুর রহমান,আব্দুর রহিম রিপন,মাহদুদুর রহমান,সুলেমান আহমেদ, শাহীন আহমেদ,জেলা শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম রসিক,মো.আনোয়ার হোসেন,সেলিম আহমেদ,সালাউদ্দিন,জেলা যুবদল নেতা মুজিবুর রহমান মজনু,মিজানুর রহমান নিজাম,মোবারক হোসেন,জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন কামাল,যুগ্ম আহবায়ক আলী ছবদর খান বাবরসহ আরো অনেকে। দীর্ঘ দুইঘন্টা ব্যাপী চলা সভায় তৃণমূল কর্মীদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আব্দুল মুছাব্বির ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাউন্সিলার শাহীনা রহমানকে বিএনপির পক্ষে প্রার্থীতার আনুষ্ঠানিক ঘোষনা দেন জেলা বিএনপির সভাপতি ও জেলা ১৯ দলের আহবায়ক এম নাসের রহমান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top