সকল মেনু

তেলেঙ্গানা ইস্যুতে লোকসভায় হট্টগোল

আন্তর্জাতিক ডেস্ক, ১৩ ফেব্রুয়ারি (হটনিউজ২৪বিডি.কম) : তেলেঙ্গানা ইস্যু নিয়ে গতকাল বুধবার ভারতের লোকসভায় সংসদ সদস্যদের মধ্যে হট্টগোল হয়েছে। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং অত্যন্ত মর্মাহত হয়েছেন বলে মন্তব্য করেছেন।

অন্ধ্রপ্রদেশ ভাগ নিয়ে গতকাল বুধবার দুই সংসদ সদস্যের মধ্যে হাতাহাতি হয় পরে অন্যান্য সংসদ সদস্যদের মধ্যস্থতায় তা থামে।এ ঘটনার সময় সংক্ষেপে বাজেট পেশ করতে বাধ্য হন রেলমন্ত্রী মাল্লিকার্জুন খার্গে৷

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে, সিমন্ধ্র থেকে মন্ত্রিসভায় স্থান পাওয়া কে এস রাও, ডি পুরানদেশওয়ারি, কে সূর্য্যপ্রকাশ ও চিরঞ্জীব স্পিকারের সামনে রেলিং দিয়ে ঘেরা স্থানে ঢুকে অন্ধ্রপ্রদেশ ভাগ না করার দাবি জানান।

কিছুক্ষণ পরেই নিজ নিজ আসন থেকে তাদের সমর্থন দেন একই অঞ্চলের দুই মন্ত্রী এম পাল্লাম রাজু ও ক্রুপারানি কিল্লি। একই সময় কংগ্রেসের এম জগন্নাথ ও টিডিপির এন শিবপ্রসাদের মধ্যে প্রায় হাতাহাতির উপক্রম হয়।

শেষ পর্যন্ত শারদ যাদব, তৃণমূল কংগ্রেসের সৌগত রায় ও কংগ্রেস সদস্য জগদম্বিকা পালের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এই ঘটনার পর প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদে যা ঘটছে, তা দেখে আমি মর্মাহত।এটা গণতন্ত্রের জন্য হুমকিস্বরুপ৷’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top