সকল মেনু

এরশাদ বললেন জাতীয় পার্টি সংকটে

ঢাকা, ১২ ফেব্রুয়ারি  (হটনিউজ২৪বিডি.কম) : দলের সর্বস্তরের নেতা-কর্মীদের উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি একটু সংকটের মধ্যে আছে, এ কথা ঠিক। কিন্তু মহাসংকটে নেই। আর সংকট থাকলেও খুব শিগগির তা কেটে যাবে।

এরশাদ বলেন, ‘এতে হতাশ হওয়ার কিছু নেই। কারণ, জাতীয় পার্টির যাত্রা বন্ধ হয়নি। আমি এর প্রতিষ্ঠাতা। যাত্রা চলছে, চলবে। আমরা মানুষের আস্থা নিয়ে আবার ক্ষমতায় আসব। একমাত্র জাতীয় পার্টিই টিকে থাকবে। আর কেউ থাকবে না।’

বুধবার সকালে গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, ‘জাতীয় পার্টিকে ভাঙার যড়যন্ত্র চলছে। কিন্তু আমি যত দিন আছি জাতীয় পার্টি টিকে থাকবে। যারা জাতীয় পার্টি থেকে ছিটকে পড়েছে তাদের প্রতি আহ্বান, পার্টির পতাকাতলে আসো। তোমাদের আমি বুকে টেনে নেব। তোমাদের নিয়ে আবার নির্বাচন করব। মানুষকে বুঝাও, জাতীয় পার্টি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে। তা না হলে তোমরা আস্তাকুঁড়ে পড়বে।’

তিনি আরো বলেন, ‘আমি সংসদ নির্বাচন করিনি। আমি তোমাদের বলেছিলাম মনোনয়ন প্রত্যাহার করতে, কিন্তু তোমরা তা করোনি। তোমরা আমার কথা শোননি। তোমাদের কথা মনে থাকবে। আমরা কাউন্সিল করে উপজেলা নির্বাচনে যাব। তোমরা এর জন্য প্রস্তুত হও। আমি তোমাদের পাশে আছি, থাকব। আমার আশা পূর্ণ হয়েছে। হতাশার মধ্যেও আশার আলো দেখতে পেয়েছি। আমি আগামী ২০ ফেব্রুয়ারি থেকে প্রত্যেক জেলায় জেলায় যাব। পার্টিকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনব।’

এরশাদের বক্তৃতার সময় নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন কনভেনশন সেন্টার। পার্টি চেয়ারম্যানের এই স্ববিরোধী ও অসংলগ্ন কথাবার্তায় নেতা-কর্মীদের মধ্যে হাসির রোল পড়ে বারবার। তবু এরশাদ নেতা-কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

স্বাগত বক্তৃতায় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আমরা পার্টিকে জন্মলগ্ন থেকে ভালোবেসে আসছি। আমরা জাতীয় পার্টিকে আবার তৃণমূল পর্যায়ে নিয়ে যাব। আর যারা পার্টির সাথে বেইমানি করেছে, আমরা আশা করব এরশাদ সাহেব তাদের ক্ষমা করবেন না। যদিও আপনি তাদের ক্ষমা করেন, তাদের আমরা ঘৃণা করব।’

তিনি আরো বলেন, ‘মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সংগ্রাম করেছিলেন এরশাদ। তাই উনাকে কেউ ভুল বুঝবেন না। আবার জাতীয় পার্টি ঐক্যবদ্ধ হবে।’

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য, সংসদ সদস্য, জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top